মাগুরা সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন।
শনিবার (১৪ জুলাই) সকালে উপজেলার ধলহরা চাঁদপুর গ্রামে মাতব্বর ইমান মেম্বার ও ফুলমিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহতের নাম ইকলাস মোল্লা (৪৫)। তিনি ইমান মেম্বারের সমর্থক।
আহতদের মধ্যে দুইজনকে মাগুরা সদর হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমান মেম্বার ও ফুলমিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। বিরোধের সূত্র ধরে সকালে ফুলমিয়ার সমর্থক হাবিলের সঙ্গে ইমান মেম্বারের সমর্থক ইকলাসের কথা-কাটাকাটি হয়। এরপর দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের পাল্টা হামলায় ইকলাস মোল্লাসহ ছয়জন আহত হন।
পুলিশ জানায়, আহতদের মধ্যে গুরুতর জখম জিন্নাহ, আলী আহসান ও ইকলাসকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক ইকলাসকে মৃত ঘোষণা করেন।
আজকের বাজার/একেএ