মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বুধবার দুপুরে ৩১৪ জন দুস্থর মাঝে ৬ লাখ ১৯ হাজার টাকার অনুদানের চেক ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মাগুরা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবার আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ ও নিউরোডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট হতে অনুদানের এ চেক ও নগদ অর্থ বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোঃ আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য কামরুল লায়লা জলি।
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তারুন্নাহার, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আলম, শহর সমাজসেবা অফিসার শেখ রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ৩১৪ জনের মধ্যে ২৯০ জনকে ১ থেকে ৫ হাজার টাকা হারে নগদ অর্থ এবং ২৪ জন দুস্থকে ৫ হাজার টাকা হারে চেক বিতরণ করা হয়।
আজকের বাজার/লুৎফর রহমান