মাগুরায় ধানখেত থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

জেলার শ্রীপুর উপজেলার একটি ধানখেত থেকে এক ব্যববসায়ী গলাকাটা লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের পেছনের একটি ধান খেত থেকে বুধবার রাতে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মনিরুল ইসলাম মীর (৪০) শ্রীপুর চৌগাছি গ্রামের ইসাহাক মীরের ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলি আহাম্মদ মাসুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মনিরুল সন্ধ্যায় সাচিলাপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে রাস্তার অদূরে ধান খেতে নিয়ে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে।

হত্যার সঠিক কারণ অনুসন্ধানের চেষ্টা অব্যাহত আছে বলে জানান ওসি।