ডেঙ্গু প্রতিরোধ, নিরাময়, ও নির্মূল করণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন মাগুরা-১ আসনের সাংসদ এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর । আজ শনিবার সকালে শহরের হাসপাতাল পাড়ার সুইপার কলোনীতে পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশ নেন তিনি।
পরে তিনি মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীদের খোঁজ-খরর নেন। এ সময় জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, পৌর কাউন্সিলর কাউন্সিলর আবু রেজা নান্টুসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
শিখর বলেন, সরকার ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে ব্যাপক কর্মসূচি হাতে নিয়ে কাজ করছে। ইতোমধ্যে মাগুরা পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন পাড়া, মহল্লায় পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে। সকলের সম্মিল্লিত প্রচেষ্টায় ডেঙ্গু নিমূল করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।