মাগুরার মহাম্মদপুর উপজেলায় মধুমতী নদীর পানিতে ডুবে রানা ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্বজনদের বরাতে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস জানান, রানা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। সকালে মধুমতি নদীতে গোসল করতে নেমে ডুব দেয়ার পর তলিয়ে যায় রানা। পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজকের বাজার/লুৎফর রহমান