মাগুরা সদর ও শ্রীপুর উপজেলায় পৃথকস্থানে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে দুই উপজেলার চার গ্রামের এসব দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- সদর উপজেলার গাংনালিয়া গ্রামের এনামুল হকের ছেলে আকাইদ (২), কুকিলা গ্রামের আতর আলীর ছেলে ওয়াজ কুরনী (৫), শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামের হালিম শেখের ছেলে নাছিম শেখ (৪) ও শ্রীপুর উপজেলার মাঙ্গনডাঙ্গা গ্রামের সোহাগ মোল্লার মেয়ে তাছলিমা (২)।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গাংনালিয়া গ্রামের শিশু আকাইদ নিজ বাড়িতে খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। একইভাবে কুকিলা গ্রামের কুরনীও বাড়ির পুকুরে ডুবে মারা যায়।
শ্রীপুর উপজেলার মাঙ্গনডাঙ্গা গ্রামের শিশু তাছলিমা বাড়ির পাশে খাদে জমে থাকা পানিতে ডুবে ও সাচিলাপুর গ্রামের শিশু নাছিম পুকুরের পানিতে ডুবে মারা যায়।
এসব ঘটনায় মাগুরা ও শ্রীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
আজকের বাজার/এমএইচ