মাগুরায় জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশে বৃহস্পতিবার পর্যন্ত চার উপজেলার মোট ৮১ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে হোম কোয়ারেইটাইনে থাকা বিদেশ ফেরত ব্যক্তিদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, শহরের স্টেডিয়ামপাড়া, বরুনাতৈল এলাকায় বিদেশফেরত একাধিক ব্যক্তির বিরুদ্ধে হোম কোয়ারেন্টাইন না মানার অভিযোগ ওঠায় তাদের ও তাদের পবিরারের সদস্যদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে একই ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে করোনা প্রতিরোধে মাগুরায় একটি ও তিন উপজেলায় তিনটি কোয়ারেন্টাইন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। একইভাবে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ২০ বেডের ও তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ শয্যার আইসোলেশন ওয়ার্ড স্থাপন করা হয়েছে।