মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

Magura

শালিখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আবু হুরায়রা নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার দিঘি গ্রামে এ ঘটনা ঘটে।

আবু হুরায়রা ওই গ্রামের বাদশা মিয়ার ছেলে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে শিশুটি নিজ বাড়িতে খেলার সময় ঘরে থাকা বৈদ্যুতিক প্লাগে আঙ্গুল ঢুকিয়ে দিলে এ দুর্ঘটনা ঘটে।

পরে শিশুটিকে মাগুরা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শালিখা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।