সদর উপজেলার চরপুকুরিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে নিজেদের ইটভাটার অফিস ভবনের ছাদে পানি সরাতে গিয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- চরপুকুরিয়া গ্রামের আমিন মোল্লার ছেলে সুমন মোল্লা (৩২) ও রাজ্জাক মোল্লার ছেলে রবিউল হোসেন রয়েল (২৮)। সম্পর্কে তারা চাচাতো ভাই।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, সুমন ও রবিউল ছাদে জমে থাকা বৃষ্টির পানি অপসারণ করতে যান। এ সময় ছাদের পাশে থাকা বিদ্যুতের ছেড়া তারে তারা দুজনই বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সন্ধ্যার পর মাগুরা হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মিঠুন সাহা বলেন, ‘হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট ওই দুই যুবকের মৃত্যু হয়।’