মাগুরায় মাইক্রোবাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১

Magura

সদর উপজেলার কেষ্টপুর এলাকায় মাগুরা কামারখালী সড়কে শনিবার সকালে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক এরশাদ আলী (২৫) নিহত ও আরও আট যাত্রী আহত হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, যাত্রীবাহী মাইক্রোবাসটি ঢাকা থেকে খুলনা যাচ্ছিল। কেষ্টপুর নামক স্থানে বিপরীত দিকে থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক নিহত হন।

পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং আহতদের মাগুরা হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।