মাগুরার মহম্মদপুর উপজেলায় ১৫০পিস ইয়াবাসহ এক যুবককে আটক করার কথা জানিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক হওয়া দুখু মিয়া (৩২) মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের শহিদ মোল্লার ছেলে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলামের ভাষ্য, ডিবির কাছে তথ্য ছিল ওই যুবক ইয়াবা বেচাকেনা করছে। পরে তাকে গ্রেপ্তারের অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা বিক্রেতা দুখু মিয়া দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে আটক করে তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান