জেলায় আজ শনিবার শান্তিপূর্ন পরিবেশে মাগুরা পৌরসভার নির্বাচনে ভোটগ্রহন শেষ হয়েছে।
এ নির্বাচনে মেয়র পদে তিনজন এবং ৯ টি ওয়ার্ডে মোট ৪৭ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধীতা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার অলিউল ইসলাম জানান, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। প্রথমশ্রেণীর এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৭৬ হাজার ৮৯৩ জন।
তিনি জানান, এই প্রথম ইভিএম পদ্ধতিতে ৩৫টি কেন্দ্রে ২০৮টি কক্ষে ভোটগ্রহন করা হয়। ভোট গ্রহন সম্পন্ন করতে ৩৫ টি কেন্দ্রে ৩৫ জন প্রিজাইডিং অফিসার, ২০৮ জন সহকারি প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন।
রিটার্নিং অফিসার জানান, নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে ১৫ জন পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করেন। এছাড়াও বাড়তি নিরাপত্তার জন্য ৩ প্লাটুন বিজিবি, র্যাব ও পুলিশের চারটি করে ভ্র্যামমান টিম নিয়োজিত ছিল। পাশাপাশি নির্বাচনী এলাকায় পুলিশের বিশেষ একটি স্টাইকিং ফোর্স দায়িত্ব পালন করে।
তিনি আরও জানান, পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৯টি ও দু’জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুইটি ভ্র্যামমান আদালত দায়িত্ব পালন করেছে।