মাগুরায় সর্বহারা দলের নেতার লাশ উদ্ধার

শ্রীপুর উপজেলার গড়াই নদী থেকে বৃহস্পতিবার সকালে ফিরোজ জোয়ার্দার (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ফিরোজ জোয়ার্দার রাজবাড়ী জেলার কালিখালী থানার নগর বাথান গ্রামের আকবর জোয়ার্দারের ছেলে। পুলিশের দাবি, তিনি সর্বহারা দলের নেতা এবং তার নামে বিভিন্ন থানায় চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সকালে স্থানীয়রা এক ব্যক্তির লাশ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ফিরোজের এলাকার লোকজন তার লাশ দেখে শনাক্ত করেছে।

প্রতিপক্ষের লোকজন ফিরোজকে হত্যা করে তার লাশ নদীতে ফেলে যায় বলে ধারণা করছে পুলিশ।

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।

আজকের বাজার/লুৎফর রহমান