সুষম খাদ্য ব্যবস্থাপনার নিরাপদ উপায় সংক্রান্ত এক সেমিনার আজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট(বারটান)-এর খুলনা বিভাগীয় আঞ্চলিক কেন্দ্র ঝিনাইদহ এ সেমিনারের আয়োজন করে।
আজ সোমবার জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (যশোর অঞ্চল) মোহাম্মদ আলী।
জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাহিদুল আমিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পুষ্টিবিদ ফাহমিদা খাতুন। বক্তব্য রাখেন বারটনের উর্ধ্বতণ বৈজ্ঞানিক কর্মকর্তা নূর আলম সিদ্দিকী।
সেমিনারে কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী-পেশার ব্যক্তিরা অংশগ্রহন করেন। খবর-বাসস
আাজকের বাজার/আখনূর রহমান