মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় গ্রামে মঙ্গলবার রাতে নীরব বিশ্বাস (২০) এবং শ্রাবনী বিশ্বাস(১৮) নামের এক নবদম্পতি একই সাথে একই দড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
এলাকাবাসীর বরাতে মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মাগুরা সদর থানার রাঘবদাইড় গ্রামের রবীন্দ্র নাথ বিশ্বাসের ছেলে নীরব বিশ্বাস পাশের শালিখা উপজেলার দনেশ্বরগাতি গ্রামের বিশ্বজিৎ বিশ্বাসের মেয়ে শ্রাবনী বিশ্বাসের সঙ্গে প্রেম করে বাবা-মায়ের অমতে তিন সপ্তাহ আগে বিয়ে করে। এরপর মেয়েটি স্বামীর বাড়িতে এসে দাম্পত্য জীবনযাপন শুরু করে।
কিন্তু শ্রাবণীর বাবা মা এ ঘটনা কিছুতেই মেনে নিতে না পেরে তাদেরকে নানাভাবে হয়রানি শুরু করে। পরে ওই নব দম্পতি অতিষ্ট হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় এবং রাতে নীরব বিশ্বাসের বাড়িতে নিজ ঘরে স্বামী স্ত্রী একই দড়িতে গলায় ফাঁস নিয়ে একই সঙ্গে আত্মহত্যা করে।
খবর পেয়ে মাগুরা থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা মর্গে পাঠায়।
ওসি বলেন, এ ঘটনায় মাগুরা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।
আজকের বাজার/লুৎফর রহমান