মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় সোমবার তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতরা হলেন- নছিমন চালক কিবলু মৃধা (৪৫), চালকের সহকারী ইয়াছিন মোল্লা (২৫) ও নবম শ্রেণির ছাত্র বায়োজিদ মোল্লা (১৪)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, জেলা শহর সংলগ্ন পারনান্দুয়ালী মসজিদের সামনে সকাল ১০টার দিকে ট্রাক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে চালক কিবলু মৃধা ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে, শালিখার গঙ্গারামপুর সড়কে ট্রাক ও নছিমনের সংঘর্ষে নছিমন চালকের সহকারী ইয়াছিন মোল্লা মারা যান। এ ঘটনায় পাঁচ যাত্রী আহত হয়েছেন।
এছাড়া, লক্ষ্মীকোল গ্রামে নছিমনের চাকায় পিষ্ট হয়ে নবম শ্রেণির ছাত্র বায়োজিদ মোল্লা মারা যায়। এসব ঘটনায় সদর থানায় পৃথক মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও ওসি জানান। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান