জেলার সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের পারনান্দুয়ালী বোর্ডঅফিসের সামনে আজ ডিজেল-চালিত মাহেন্দ্র গাড়ির চাপায় মাহবুবুর রহমান (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুবুব রহমান জেলার মোহম্মদপুর উপজেলার মৌলুভি জোকা গ্রামের মতিয়ার রহমানের পুত্র। বিটিসিএল-এর অবসরপ্রাপ্ত রাজস্ব পরিদর্শক মাহবুবুর রহমান পারনান্দুয়ালী বোর্ড অফিসের পেছনে নিজ বাড়িতে পরিবারের সাথে বসবাস করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে বাজারে যাওয়ার জন্য মাহবুবুর রহমান নিজ বাড়ি থেকে পরনান্দুয়ালী বোর্ড অফিসের সামনে দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি ডিজেল চালিত মাহেন্দ্র গাড়ি চাপা দিলে তিনি মাথায় আঘাত পান। গুরুতর অবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আজকের বাজার/লুৎফর রহমান