মাগুরার মীরপাড়া মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১ জন শ্রমিক।
মঙ্গলবার (১২ জুন) সকাল ১০টার দিকে মাগুরা-বুনাগাতি সড়কের মাগুরা পৌর এলাকার মীরপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম ইমন হোসেন ( ২২)। নিহত ইমন হোসেন যশোর জেলার মনিরামপুর উপজেলার ইকবাল হোসেনের ছেলে।
আহত হাফিজুর রহমানকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে চাকরি করতেন।
পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা যায়, মাগুরা-বুনাগাতি সড়কের মাগুরা পৌর এলাকার মীরপাড়া মোড় এলাকায় বিদ্যুতের খুঁটি বহরকারী নছিমনকে একটি ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক খুটিবাহী নছিমনটির ওপর বসে থাকা শ্রমিক ইমন হোসেন নছিমন থেকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।
মাগুরা সদর থানার এস আই সাহাবুর রহমান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজকের বাজার/একেএ