মাগুরায় ইটভাটার কাঠবোঝায় একটি ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৬ মে) সকালে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের হাওড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম নূর ইসলাম (২৭) ও মামুন (২৫)। নিহত নূর ইসলাম মাগুরার সদর উপজেলার জাগলা গ্রামের হাফিজার মোল্যার ছেলে এবং মামুন সলুয়া গ্রামের আকতার হোসেনের ছেলে।
সদর থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, সদর উপজেলার ইছাখাদা এলাকা থেকে একটি শ্যালো ইঞ্জিন চালিত ছোট ট্রাক (নাটা গাড়ি) সকাল ৯টার দিকে কাঠবোঝাই করে বাগবাড়িয়া এলাকার একটি ভাটায় নিয়ে যাচ্ছিল।
মাগুরা-ঝিনাইদহ সড়কের হাওড় এলাকায় পৌঁছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ট্রাক শ্রমিক নুর ইসলাম, মামুন এবং মামুনের ছোট ভাই জসিম গুরুতর আহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেয়ার পর দুজনের মৃত্যু হয়।
নিহতদের মরদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার/একেএ