মাগুরার শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামে হত্যার এক মাস পর মাটির নিচে পুঁতে রাখা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পিকুল বিশ্বাস (৩৫) চৌগাছি গ্রামের বাসিন্দা উকিল বিশ্বাসের ছেলে। পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান জানান, শুক্রবার দিবাগত রাত ১টারদিকে পুলিশের একটি দল স্থানীয় মোশারফের বাসা থেকে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, বিবাহ বহির্ভূত একটি ঘটনাকে কেন্দ্র করে গত ৩ মার্চ পিকুলকে হত্যা করে নিজের বাড়ির আঙ্গিনায় লাশ দাফন করে রাখে মোশারফ। লাশ উদ্ধারের পর মোশারফ ও তার স্ত্রী রাজিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে পুলিশের কাছে দেয়া স্বীকারোক্তিতে মোশারফ জানিয়েছে, সে কৌশলে পিকুলকে তার বাড়িতে ডেকে আনে এবং খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে তাকে হত্যা করে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/ শারমিন আক্তার