মাগুরা সদর উপজেলার ১৮টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। উপজেলার বাগবাড়িয়া, পাতুড়িয়া, কছুন্দি, খোর্দ কছুন্দি, আলোকদিয়া ও পুখুরিয়া গ্রামে বুধবার এসব অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় ও যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। এসময় নগদ অর্থ জরিমানা করার পাশাপাশি প্রায় প্রতিটি ভাটার কাঁচা ইট ট্রাক্টর দিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সাইফুর রহমান জানান, ওই এলাকায় পাঁচটি ব্যারেল চিমনি, ১০টি ফিক্সড চিমনি ও তিনটি জিকজ্যাক ভাটায় অভিযান চালানো হয়। এসময় মোট ১২ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক সাইফুর রহমানের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুজ্জামান সরকারসহ স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান