শ্রীপুর উপজেলার কাদিরপাড়া এবং নাকোল ইউনিয়নে দুই হাজার মানুষের মাঝে মঙ্গলবার ৮ লাখ টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবীর জানান, দুই ইউনিয়নের সমন্বয়ে গঠিত যতন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ খাদ্য বিতরণ করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবীর, নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন-উর রশীদ মুহিত, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে দুই ইউনিয়নের ৫৪ স্বেচ্ছাসেবক ও জনপ্রতিনিধি বাড়ি বাড়ি গিয়ে দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি চাল এবং বিভিন্ন পরিমাণে ডাল, আলু, লবণ ও তেল পৌঁছে দেন। সূত্র - ইউএনবি
আজকের বাজার / এ.এ