মাগুরায় ২ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু

Magura

সৃজনে উন্নয়নে বাংলাদেশ- এই শ্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার থেকে মাগুরায় ২ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।

আজ শুক্রবার (২০ জুলাই)  সকাল ১০টা  থেকে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে মাগুরা নোমানী ময়দান আছাদুজ্জামান মিলনায়তনে এ উৎসব শুরু হয়।

জেলা প্রশাসক আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কামরুল লায়লা জলি এমপি, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবু নাসির বাবলু, বাসুদেব কুন্ডু। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক।

উৎসবে জেলার চারটি উপজেলার শিল্পী সংগীত পরিবেশন করছেন। বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠান  উপভোগ করছেন।

এসএম/