জেলায় করোনায় কর্মহীন ৪৩৮ জন শিল্পীর মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শহরের নোমানী ময়দানে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নুরুজ্জামান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মাগুরা টাউন হল ক্লাবের নাট্য সম্পাদক খোন্দকার বদরুল আহসান প্রমুখ। মাগুরা জেলা প্রশাসন এ চেক বিতরণের আয়োজন করে। অনুষ্ঠানে জেলার ৪৩৮ জন শিল্পী ও কলা-কুশলীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪৩ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান