জেলার নবগঙ্গা নদীর সাতদোহা শশ্মান ঘাট এলাকায় আজ রোববার মাছের পোণা অবমুক্ত করা হয়েছে। সকাল ১১ টায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাছের পোণা অবমুক্ত করেন। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম ও সিনিয়র উপজেলা কর্মকর্তা শরিফ হাসান সোহাগ উপস্থিত ছিলেন।
মাগুরা সদর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২০-২১ সালে রাজস্ব খাতের আওতায় নবগঙ্গা নদীর শশ্মান ঘাট ছাড়াও পারনান্দুয়ালী প্রজেক্ট এলাকা এবং শত্রুজিৎপুর ঘাট এলাকায় মোট ৭৪১ কেজি রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন দেশি প্রজাতির অবমুক্ত করা হয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান