মাছ চুরিতে বাধা দেওয়ায় যুবক খুন

কক্সবাজারের উখিয়ায় ঘের থেকে মাছ চুরির ঘটনাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম জুহুর আহমদ (৪০)। নিহত জুহুর ওই এলাকার মৃত এরশাদ উল্লাহ’র ছেলে।

বুধবার (৩০ মে) দিবাগত রাতে পালংখালী ইউনিয়নের আনজুমানপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও নিহতের পরিবার জানায়, কিছুদিন আগে স্থানীয় কয়েকজন যুবক জুহুর আহমদের ঘের থেকে মাছ চুরি করে। পরে তাদের আটক করে পুলিশে দেয় জুহুর। এরই জের ধরে গতরাতে একদল যুবক তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, জুহুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

রাসেল/