মাছ ধরা নিয়ে সংঘর্ষে মাদারীপুরে শ্যাম দাশ (৪০) নামে একব্যক্তি নিহত হয়েছেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয়েছেন আরও ১০ জন।
বুধবার সকালে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের পর্বতবাগান এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফাপুর ইউনিয়নের পর্বতবাগান এলাকার নারায়ণ বাড়ৈর সঙ্গে পুকুরের মাছ ধরা নিয়ে একই এলাকার তারক দাশের কথাকাটাকাটি হয়।
এর জের ধরে নারায়ণ বাড়ৈর লোকজন হামলা চালিয়ে শ্যাম দাশকে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে শ্যাম দাশকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে ঘটনাস্থালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।
আজকের বাজার/লুৎফর রহমান