জেট এয়ারওয়েজের ফাইটের ককপিটে মারামারিতে লিপ্ত হয়েছিলেন দুই পাইলট। পরে চড় খেয়ে নারী কো-পাইলট কাঁদতে কাঁদতে ককপিট থেকে বের হয়ে আসেন।
তবে যথাযথ পদক্ষেপ নেয়ায় ১৪ জন ক্রু ও ২ শিশুসহ ৩২৪ জন যাত্রী নিরাপদে যাত্রা শেষ করতে পেরেছেন বলে জানিয়েছে জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ।
লন্ডন-মুম্বাই ফাইটটির নয় ঘণ্টার যাত্রা শুরুর পর পাইলট ও তার নারী কো-পাইলট তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। সূত্র জানায়, পাইলট তার সহকর্মীকে চড় মেরেছিলেন। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে ককপিট থেকে বের হয়ে আসেন নারী পাইলট। পরে যাত্রীদের ঝুঁকি অনুধাবন ও অস্বস্তিতে ভেতরে ফিরেও গিয়েছিলেন তিনি।
জেট এয়ারওয়েজ সূত্র জানায়, যদি তিনি পাইলটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চান, তবে তাকে সাহায্য করা হবে।
জেট এয়ারওয়েজের একজন মুখপাত্র একে ককপিটে ক্রুদের ‘ভুল বোঝাবুঝির’ ঘটনা বলে উল্লেখ করেন। তবে যাত্রী-ক্রুরা মুম্বাই যাত্রা অব্যাহত রেখে নিরাপদে অবতরণ করেন।
বিষয়টি শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা সিভিল অ্যাভিয়েশনের মহাপরিচালককে জানানো হলে এয়ারলাইন্সটিকে তদন্ত করতে বলেন।
দু’জনকেই ফ্লাইট পরিচালনার কাজ থেকে নিবৃত্ত রাখা হয়েছে বলেও জানিয়েছে এয়ারলাইন্সটির কর্তৃপক্ষ।
আজকের বাজার : ৪ জানুয়ারি ২০১৮