মাঠে নামতে মুখিয়ে আছে ভারত-দক্ষিণ আফ্রিকা

বৃষ্টির কারণে তিন ম্যাচ সিরিজের প্রথমটি পরিত্যক্ত হওয়ায় দ্বিতীয় টি-২০তে মাঠে নামতে মুখিয়ে আছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল। দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে বলে প্রত্যাশায় ভারত -দক্ষিণ আফ্রিকা উভয় দলই। মাঠের লড়াইয়ে নামতে পারলে, জয় দিয়ে সিরিজ শুরু করতেও মুখিয়ে আছে দু’দল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টি-২০।

সর্বশেষ ২০১৫ সালে প্রথম ভারতের মাটিতে দ্বিপক্ষীয় টি-২০ সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকা। এরপর আর ভারতের মাটিতে টি-২০ সিরিজ খেলেনি তারা। ঐ দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিলো প্রোটিয়ারা। ধর্মশালায় সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়েছিলো দক্ষিণ আফ্রিকা। কটকে দ্বিতীয় ও শেষ ম্যাচটি ৬ উইকেটে জিতে প্রোটিয়ারা।

তাই ভারতের মাটিতে দ্বিতীয়বারের মত দ্বিপক্ষীয় সিরিজ খেলার অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা। গত ১৫ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচটি নির্ধারিত ছিল। কিন্তু বৃষ্টি ভেস্তে দিয়েছে প্রোটিয়ারদের আশা। তাই অপেক্ষার পালাও বাড়ে তাদের। আগামীকাল প্রত্যাশা পূরণের সুযোগ রয়েছে দক্ষিণ আফ্রিকার সামনে। মাঠের লড়াইয়ে নামার জন্য মুখিয়ে আছে দু’দলই।

আগামী বছর টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে মিশন শুরু করবে ভারত-দক্ষিণ আফ্রিকা। এমনটা আবারো জানালেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি, ‘আগামী বছরের টি-২০ বিশ্বকাপকে সামনে রেখেই আমরা নিজেদের পরিকল্পনা সাজাচ্ছি। ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম পরীক্ষায় সফল দল। তিন ম্যাচেই ভালো খেলেছে ছেলেরা। তবে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি সহজ হবে না। কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আমাদের। প্রোটিয়ারা ভালো দল। তাদের বিপক্ষে জিততে দলের সবাইকে নিজ নিজ দায়িত্ব ভালোভাবে পালন করতে হবে। প্রথম ম্যাচটি বৃষ্টির কারনে হয়নি। দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে মুখিয়ে আছি আমরা।’

বিশ্বকাপের পর এখনও কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করবে প্রোটিয়ারা। বিশ্বকাপে ভালো পারফরমেন্স করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৯ খেলায় ৩ জয়, ৫ হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করে প্রোটিয়ারা।

তবে বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে নতুনভাবে শুরু করতে চায় দক্ষিণ আফ্রিকা। আগামী বিশ্বকাপের চিন্তাও মাথায় রয়েছে দলের বলে জানান নতুন অধিনায়ক কুইন্টন ডি কক। তিনি বলেন, ‘বিশ্বকাপের পর আমরা প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছি। তাই আমাদের জন্য ভারতের বিপক্ষে এই সিরিজটি অনেক বেশি চ্যালেঞ্জের। ভারতের পর এই মৌসুমে আমাদের আরও অনেক সিরিজ রয়েছে। তাই মাঠের লড়াইয়ে নামতে সবাই মুখিয়ে আছে। এছাড়া আগামী বছর টি-২০ বিশ্বকাপ। বিশ্বকাপ নিয়েও আমাদের পরিকল্পনা রয়েছে। তাই এই সিরিজে আমরা ভালো পারফরমেন্স করতে চাই।’

ভারতের বিপক্ষে টি-২০ লড়াইয়ে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। ১৩ ম্যাচে মুখোমুখি হয়ে ৫টি জিতেছে প্রোটিয়ারা। ভারতের জয় ৮টি।

ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, খলিল আহমেদ, দীপক চাহার, রাহুল চাহার, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজা, মনিষ পান্ডিয়া, হার্ডিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, ঋসভ পান্থ, লোকেশ রাহুল, নভদীপ সাইনি ও ওয়াশিংটন সুন্দর।

দক্ষিণ আফ্রিকা দল : কুইন্টন ডি কক (অধিনায়ক), তেম্বা বাভুমা, জুনিয়র ডালা, বিয়র্র্ন ফরটুইন, ব্যুরান হেনড্রিকস, রেজা হেনড্রিকস, ডেভিড মিলার, এনরিখ নর্টি, আন্দিল ফেলুকুওয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, জেজে স্মুটস ও ভ্যান ডার ডুসেন।

আজকের বাজার/লুৎফর রহমান