মাঠে ফিরতে ফোডেনের ৪ সপ্তাহ সময় লাগবে

আরো তিন থেকে চার সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হতে পারে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফিল ফোডেনকে। এই তথ্য নিশ্চিত করে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে পায়ের ইনজুরির কারনে প্রিমিয়ার লিগের শুরুতে ২১ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার থাকতে পারছেন না। গত মাসে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের ফাইনালেও খেলতে পারেননি ফোডেন। সিটির প্রাক-মৌসুম অনুশীলনেও তিনি অনুপস্থিত ছিলেন।

স্কাই স্পোর্টসকে এ সম্পর্কে ফোডেন বলেছেন, ‘পায়ে এখনো কিছুটা সমস্যা আছে। ইউরোর ফাইনালের ঠিক আগে ইনজুরিতে পড়াটা দূর্ভাগ্যজনক ছিল। কিন্তু আমি জিমে কঠোর পরিশ্রম করছি। আশা করছি যত দ্রুত সম্ভব মাঠে ফিরে আসতে পারবো। ধারণা করছি আরো তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে।’

রোববার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করবে চ্যাম্পিয়ন সিটি। এই ম্যাচ ছাড়াও ফোডেন নরউইচ সিটি ও আর্সেনালের বিপক্ষে ম্যাচেও থাকতে পারছেন না। এছাড়া সেপ্টেম্বরের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বে হাঙ্গেরি, আন্ডোরা ও পোল্যান্ডের বিপক্ষেও ইংল্যান্ডের হয়ে তার মাঠে নামা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান