ঝিরিঝিরি বৃষ্টির কারণে দ্বাদশ বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচের টস নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি। তবে ম্যাচ অফিসিয়ালদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় পিচ ও মাঠ পরিদর্শন করা হবে। কিন্তু বৃষ্টির তেজ বেড়ে যাওয়ায় মাঠ পরিদর্শনে যেতে পারেননি ম্যাচ অফিসিয়ালরা।
ম্যাচ অফিসিয়ালদের মধ্যে আছেন- দুই অন-ফিল্ড আম্পায়ার ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ ও রিচার্ড কেটেলব্রো, টিভি আম্পায়ার পাকিস্তানের আলিম দার ও ম্যাচ রেফারি নিউজিল্যান্ডের জেফ ক্রো।
স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে টস করার নির্ধারিত সময় ছিলো। কিন্তু বৃষ্টির সাথে বৈরি আবহাওয়া-ভেজা মাঠ-ঠান্ডা বাতাসের কারণে টসের জন্য মাঠেই নামতে পারেনি ম্যাচ অফিসিয়ালরা। পিচ ও আশেপাশের আউটফিল্ড কভার দিয়ে ঢাকা রয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়) বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ শুরু কথা ছিলো।
তবে আবহাওয়ার খারাপ থাকার কারণ এখনো মাঠে আসেনি বাংলাদেশ-শ্রীলংকার খেলোয়াড়রা। দু’দল হোটেলেই অবস্থান করছে।
আজকের বাজার/এমএইচ