কক্সবাজারে মাতামুহুরি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ৫ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আরও একজনকে।
শনিবার (১৪ জুলাই) চিরিঙ্গা ব্রিজ এলাকায় বালুচরে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় নদীতে গোসল করতে নেমে ডুবে যায় এই পাঁচ কিশোর।
নিহত শিক্ষার্থীরা হলো- আমিনুল হোসাইন এমশাদ, মো. ফারহান বিন শওকত, মেহরাব হোসেন, তূর্য ভট্টাচার্য ও সায়ীদ জাওয়াদ অরবি। এদের মধ্যে মেহরাব চকরিয়া গ্রামার স্কুলের অষ্টম শ্রেণির ও বাকিরা একই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়দের সহায়তায় পুলিশ সদস্য, চকরিয়া ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরী দলের কর্মীরা কিশোরদের লাশ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস জানায়, শনিবার দুপুরে চকরিয়া গ্রামার স্কুলের ছাত্ররা মাতামুহুরি ব্রিজ এলাকায় প্রীতি ফুটবল ম্যাচ খেলে। এরপর ছয়জন নদীতে গোসল করতে নেমে পানির তোড়ে ভেসে যায়। একজনকে উদ্ধার করে স্থানীয়রা। বাকিদের উদ্ধারের চেষ্টায় নামে ফায়ার সার্ভিস। সন্ধ্যায় ৩ ও রাতে ২ ছাত্রের মরদেহ উদ্ধার হয়।
আরএম/