মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন রোববার

রোববার ২৮জানুয়ারি কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজ উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে দুপুর সাড়ে ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ কাজের উদ্বোধন করবেন বলে তাঁর অনুষ্ঠানসূচিতে রয়েছে। ২০২৪ সালে এ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

এদিকে ,বিদ্যুৎকেন্দ্রের কয়লা খালাসের জন্য এখানে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে। এটি বহুমুখী কাজে ব্যবহারের চিন্তা করছে সরকার। প্রধানমন্ত্রীর আজ বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজের উদ্বোধনের মধ্য দিয়ে গভীর সমুদ্রবন্দরের কাজও শুরু হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কক্সবাজারের মাতারবাড়ীতে সরকার বিদ্যুতের একটি হাব গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে কয়লা থেকে প্রায় সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) থেকেও বিদ্যুৎ উৎপাদন হবে সেখানে। এ ছাড়া সেখানে সাগরে ভাসমান জাহাজ থেকে আমদানি করা এলএনজি পাইপলাইনের মাধ্যমে দেশের অন্যান্য প্রান্তে পৌঁছে দেওয়া হবে। এ জন্য এরই মধ্যে ৯০ কিলোমিটার পাইপলাইন নির্মাণের কাজ শেষ করেছে গ্যাস ট্রান্সমিশন কম্পানি লিমিটেড (জিটিসিএল)। আগামী এপ্রিলে প্রথম দফায় প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানি করার ঘোষণা  দিয়েছে সরকার।

আজকের বাজার:এসএস/২৮জানুয়ারি ২০১৮