মিয়ানমারের ইমিগ্রেশন ও পপুলেশন ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা বাংলাদেশ থেকে ৬৭৫ জন শরণার্থীকে ফেরত নিতে প্রস্তুত আছে। বিবিসি এক প্রতিবেদনে জানায়, মিন্ট কায়িং নামে ওই কর্মকর্তা ওই দপ্তরের স্থায়ী সচিব।
মিয়ানমারের সংবাদমাধ্যম মিজিমায় প্রকাশিত এক প্রতিবেদনে কায়িংকে নিশ্চিত করেছেন যে, বাংলাদেশ থেকে ৮ হাজার ৩২ জনের তালিকা দেওয়া হলেও তারা এর মধ্যে আটশ জনেরও মতো রোহিঙ্গার নাম অনুমোদন করেছেন। তিনি জানিয়েছেন যে বিষয়টি ইতোমধ্যে বাংলাদেশকেও জানিয়ে দিয়েছেন তারা।
যে আটশ জনের নাম মিয়ানমার কর্তৃপক্ষ অনুমোদন করেছেন কায়িং এর দাবি এর মধ্যে ৬৮৫ জন মিয়ানমারে বসবাস করতো আর দশজনের মতো আছে যারা সেখানকার সহিংসতায় অংশ নিয়েছে।
তিনি বলেন, তালিকায় থাকা ১০ জন সন্ত্রাসীকে বাদ দিয়ে ৬৭৫ জনকে আমরা গ্রহণ করবো। আটশ জনের মধ্যে আর বাকী ১২০ জন বাংলাদেশে যাওয়ার আগে মিয়ানমারে বসবাস করতো এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এর আগে বাংলাদেশ মিয়ানমার আলোচনার পর বাংলাদেশের তরফ থেকে ৮ হাজার জনের একটি তালিকা মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছিলো।
এস/