৯ বছরের লরেন সিমন নামের এক বালক পেতে চলেছেন ইউনিভার্সিটির ডিগ্রি। বেলজিয়ান এই বালক মাত্র ৯ বছরে ঠিক কীভাবে ইউনিভার্সিটির ডিগ্রি পেতে চলেছে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সবাই।
জানা গিয়েছে ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিল লরেন। তাঁর তার আই কিউ লেভেল পরিমাপ করে চমকে উঠেছে সকলে। ৯ বছরের বালকের আইকিউ ১৪৫, যা আইনস্টাইন ও স্টিফেন হকিং-এর আই কিউর কাছাকাছি।
লরেনের স্মৃতি শক্তি খুবই প্রখর বলে জানা গিয়েছে। লরেনের বাবা আলেকজান্ডার সিমন একজন দাঁতের ডাক্তার। তিনি বলেন, তারা তার সন্তানের জন্যে অতিরিক্ত কিছু করেন নি। তিনি বলেন, কীভাবে তার সন্তান এতো দ্রুত পড়াশোনা করেছে সেবিষয়ে তাদের কাছে কোন ব্যাখ্যা নেই
লরেনের শিক্ষকরা জানিয়েছেন, সবকিছু লরেন খুব দ্রুত শিখতে পারে। এরকম শিক্ষার্থী তারা আগে কখনো পাননি। এজন্যে তারা তাকে ডাকেন ‘জিনিয়াস’ হিসেবে।
ভবিষ্যতে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা তাঁর স্বপ্ন। আর সেই কারণে সে এবার পড়াশোনা করতে চায় মেডিসিন নিয়ে।
আজকের বাজার / ফজলুর রহমান