দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। ২০১৬-১৭ অর্থবছর শেষে মানুষের মাথাপিছু আয় বেড়ে হয়েছে ১ হাজার ৬০২ ডলার। এর আগে ২০১৫-১৬ অর্থবছরে এর পরিমাণ ছিল ১৪৬৬ ডলার।
সোমবার ২৩ অক্টোবর মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সরকারের মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০১৬-১৭ অর্থবছরের কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।
তিনি জানান, ২০১৬-১৭ অর্থ বছরের ট্যাক্স আদায় হয়েছে ১ লাখ ৮৬ হাজার ২৭৩ টাকা, যা গত বছরের চেয়ে ৭.৭ শতাংশ বেশি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, উল্লেখিত সময়ে জনশক্তি রপ্তানি রয়েছে ৮ লাখ ৯৪ হাজার ৫৪ জন, যা ২০১৫-১৬ অর্থবছরের চেয়ে ৩০.৬১ শতাংশ বেশি।
তিনি আরও জানান, ২০১৬-১৭ অর্থ বছরে মোট রপ্তানি হয়েছে ৩৪.৮৪৬৮ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের চেয়ে ১.৭২ শতাংশ বেশি।
আজকের বাজার: আরআর/ ২৩ অক্টোবর ২০১৭