অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আওয়ামীলীগ সরকারের পরপর দুই মেয়াদে দেশের মাথাপিছু আয় ৭৫৯ মার্কিন ডলার থেকে বেড়ে ১ হাজার ৭৫২ মার্কিন ডলারে উন্নিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় সংসদে ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট পেশকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ২০০৯ সালে মাথাপিছু আয়ের পরিমাণ ছিলো ৭৫৯ মার্কিন ডলার। চলতি ২০১৭-১৮ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৫২ ডলার। যা আগের অর্থবছরে ছিল ১ হাজার ৬১০ ডলার।
দেশের ইতিহাসের সব চেয়ে বড় বাজেট আজ পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটা অাওয়ামী লীগ সরকারের ২০ তম বাজেট। আর আবুল মাল আবদুল মুহিতের ১২তম বাজেট।
রাসেল/