ক্রিকেট খেলার সময় মাথায় বল লাগতেই পারে। তবে মাঝে মাঝে এই বল লাগার ফল হয়ে যায় মারাত্মক। মাথায় বলের আঘাত লাগায় প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে ক্রিকেটে। তাই এখন ব্যাপারটিকে বেশ গুরুত্বের সঙ্গেই নেয়া হয়। কেউ আঘাত পেলে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে নির্ণয় করা হয় আঘাত কতটা গুরুতর।
স্বাভাবিকভাবেই শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গের একটি হলো মাথা। এখানে আঘাত লাগলে বাইরে থেকে সাধারণত বোঝা যায় না আঘাত হালকা নাকি গুরুতর। তাই ক্রিকেটের মাঠে মাথায় বল লাগার পর ব্যাটসম্যান খেলা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় আছেন কি না সেটা যাচাই করতেই এসব প্রশ্ন ঠিক করেছেন চিকিৎসকরা।
প্রশ্নগুলো শুনলে যে কারো মনে হতে পারে এ আর এমন কি। তবে মস্তিষ্ক ঠিকভাবে কাজ করছে কিনা তা জানতেই এসব জিজ্ঞেস করে থাকেন ফিজিওরা। প্রশ্নগুলো অনেকটা এমন, আমরা কোন শহরে আছি, দিনের কোন সেশনের খেলা চলছে, এই মুহূর্তে বোলিংয়ে কোন দুজন বোলার আছেন ইত্যাদি। এছাড়া দূরবর্তী সাইনবোর্ডের লেখাও পড়তে বলা হয় ক্রিকেটারদের।
সাধারণত একটি ক্রিকেট বলের ভর ১৫৬ থেকে ১৬৩ গ্রাম হয়ে থাকে। ফাস্ট বোলারদের ডেলিভারি বিশেষ করে ১৪০ কিলোমিটারের বেশি গতিসম্পন্ন বল মাথায় লাগলে বেশি ক্ষতি হতে পারে। ঠিক ভাবে চিকিৎসা না করা হলে এ আঘাত দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে।
এ কারণেই ক্রিকেট মাঠে মাথায় বল লাগলে যতটা দ্রুত সম্ভব ফিজিও দৌঁড়ে মাঠে আসেন এবং ক্রিকেটারকে যাবতীয় পরীক্ষা ও প্রশ্ন করেন।
আজকের বাজার/আরিফ