চলমান মাদকবিরোধী অভিযানকে দেশের মানুষ স্বাগত জানিয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার (৯ জুন) রাজধানীর ইস্কাটনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ’যেখানে অবৈধ অস্ত্র, টাকা আর মাদকের সমন্বয় থাকবে সেখানে গোলাগুলি হবেই।’
তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযান চলতেই থাকবে, কারণ দেশের মানুষ এ অভিযানকে স্বাগত জানিয়েছে।’
মন্ত্রী বলেন, ‘দেশ, তরুণ ও যুব সমাজকে মাদকের কবল থেকে বাঁচাতে এ অভিযান শুরু হয়েছে।’
আরজেড/