গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে নয় মাদক বিক্রেতাসহ ২৯ জনকে আটক করে পুলিশ।
শনিবার (২৬ মে) সকালে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসলাম খান বলেন।
তিনি আরো বলেন, অভিযানে গোপালগঞ্জ সদরে চার মাদক বিক্রেতাসহ ১৩ জন, কাশিয়ানীতে এক মাদক বিক্রেতাসহ পাঁচজন, কোটালীপাড়াতে তিন মাদক বিক্রেতাসহ ছয়জন, মুকসুদপুরে চারজন ও টুঙ্গিপাড়ায় এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজকের বাজার/আরআইএস