মাদকবিরোধী অভিযানে আটক ২২

চলমান মাদকবিরোধী অভিযানে নীলফামারীতে ২৩ জনকে আটক করেছে র‌্যাব-১৩ এর সদস্যরা।

শুক্রবার (১ জুন) রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করে জানান নীলফামারী র‌্যাব-১৩ ক্যাম্পের কমান্ডার।

নীলফামারী পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নীলফামারীতে ‘ব্লক রেইড’ পরিচালিত হচ্ছে। কোনো অবস্থাতেই ছাড় পাবে না মাদক ব্যবসায়ী, মাদকসেবী অথবা এর সঙ্গে জড়িতরা।

তিনি আরো বলেন, আটকৃত ২৩ জনকে শনিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আজকের বাজার/আরআইএস