‘মাদকবিরোধী অভিযানে নিহতদের আইনি সুবিধা পাওয়ার অধিকার আছে’

চলমান মাদকবিরোধী অভিযান সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট বলেছেন, ‘বাংলাদেশে এই মাদকবিরোধী অভিযানে যাঁরা নিহত এবং আটক হচ্ছেন, তাঁদের প্রত্যেকেরই আইনি সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। বিনা বিচারে একটা লোক মারা যাওয়ার অর্থ হলো একটি পরিবার শেষ হয়ে যাওয়া।’’

বুধবার(৩০ মে) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক শেষে মার্শিয়া বার্নিকাট এ সব কথা বলেন।

বার্নিকাট বলেন,  ‘মাদকের উৎস বন্ধ করা না গেলে চলমান মাদকবিরোধী অভিযান সফল হবে না।’

রাষ্ট্রদূত বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের সরকারও (মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার) বাংলাদেশ সরকারের মতো জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। আমাদের দেশের রাজনীতিবিদরাও এই কথাগুলো বলে আসছেন। মাদকমুক্ত সমাজ গড়া সবার অঙ্গীকার। কিন্তু সেইটা হতে হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে।’

সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানে গত ১৬ দিনে ১২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে জনপ্রতিনিধি, সংসদ সদস্যের আত্মীয় থেকে শুরু করে ক্ষমতাসীন দলের নেতাও রয়েছেন। আটক হয়েছেন শত শত মানুষ।

আরজেড/