মাদকের বিরুদ্ধে প্রচারণায় টেকনাফ থেকে তেঁতুলিয়া

চাকা লাগানো জুতা পড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া যাত্রা শুরু করেছেন ২০ জন তরুণ স্কেটার। মাদকের বিরুদ্ধে প্রচারণা করতে চাকাযুক্ত বিশেষ জুতা বা গতিময় রোলার স্কেটে করে প্রায় হাজার কিলোমিটার পথ পরিভ্রমন করছেন এরা।

সোমবার ৬ জানুয়ারি দেশের সর্ব দক্ষিণ সীমানা টেকনাফ থেকে শুরু হওয়া স্কেটিং যাত্রা, আগামী ২৩ জানুয়ারিদেশের সর্ব উত্তর সীমানা তেতুঁলিয়ায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশেইয়াবা নামক ঘাতক মাদক প্রবেশ করে টেকনাফ পয়েন্ট দিয়ে। মিয়ানমার থেকে চোরাই পথে আসা এসব ইয়াবা ছড়িয়ে পড়ে দেশজুড়ে। ২০১৮ সালে মাদক বিরোধী অভিযান শুরুর পর থেকে কথিত বন্দুক যুদ্ধে কক্সবাজারে এপর্যন্ত দুই শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। এরমধ্যে অর্ধশতাধিক রোহিঙ্গা। তাই মাদক বিরোধী স্কেটিং যাত্রা বিশেষ মূল্যায়িত হয়েছে কক্সবাজারে।

ইতোমধ্যে স্কেটাররা প্রায় ২০০ কি.মি. পথ পাড়ি দিয়ে- কক্সবাজার, লোহাগাড়া পেরিয়ে চট্টগ্রাম পৌঁছেছেন।
এরপর ফেনী, কুমিল্লা, ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় হয়ে ছুটে যাবেন স্কেটাররা। বাংলাদেশের বুক চিরে তেঁতুলিয়ায় গিয়ে পৌঁছার কথা রয়েছে২৩ জানুয়ারি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় প্রচারণাটি শুরু করেছে বিডি স্কেটিং ক্লাব।ভিওএ

আজকের বাজার/লুৎফর রহমান