পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন,মাদক নির্মূলে পুলিশ অনেক অভিযান পরিচালনা করেছে।মাদকের সবচেয়ে বড় সমস্যা ইয়াবা।সেই সঙ্গে জঙ্গি নির্মূল করতে না পারার কথাও জানান তিনি।
শনিবার ৬জানুয়ারি পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইজিপি ।
কে এম শহীদুল হক বলেন, প্রতিবেশি দেশগুলো থেকে ইয়াবা আসছে। সমুদ্রে সীমান্তের দৈর্ঘ্য ৯০ থেকে ১০০ কিলোমিটার। হাজার হাজার মৎস্যজীবী নৌকায় করে প্রতিদিন আসে। মাছের পেটে করে, সবজির মধ্য দিয়ে ইয়াবা নিয়ে আসে। এটা বন্ধ করা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু মাদকের ব্যাপারে পুলিশের অবস্থান জিরো টলারেন্স।
পুলিশ মাদক ব্যবসায় বিনিয়োগকারীদের একটি তালিকা করেছে। পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন এ কে এম শহীদুল ইসলাম।
আজকের বাজার:এসএস/৬জানুয়ারি ২০১৮