মাদক নিয়ন্ত্রণে মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি মেনে চলার আহ্বান ইউএনওডিসির

সদস্য দেশগুলোকে  মাদক নিয়ন্ত্রণে ভারসাম্য এবং মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি মেনে চলারও আহ্বান জানিয়েছে জাতিসংঘের অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি)।

চলমান মাদকবিরোধী অভিযান শুরুর দুই সপ্তাহে অন্তত শতাধিক মানুষের মৃত্যু ঘটেছে। তবে তাদের সবাই মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মানবাধিকারকর্মীরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করে  মাদকের উৎস বন্ধ করার  প্রতি গুরুত্বারোপ করেছেন।

এমন প্রেক্ষাপটে ভিয়েনা থেকে জাতিসংঘের মাদক এবং অপরাধবিরোধী সিংস্থা ইউএনওডিসির মুখপাত্রের বিবৃতিটি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ‘মাদক নিয়ন্ত্রণ বিষয়ক তিনটি আন্তর্জাতিক কনভেনশন ও বিশ্বে মাদক সমস্যা নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনের ফলাফলের সঙ্গে সঙ্গতিপূর্ণ ভারসাম্য এবং মানবাধিকারভিত্তিক মাদক নিয়ন্ত্রণে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানায় ইউএনওডিসি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা আন্তর্জাতিক মান ও রীতিনীতির সঙ্গে সঙ্গতি রেখে সঠিক আইনি নিরাপত্তার মাধ্যমে যাতে অপরাধীদের বিচারের আওতায় আনা যায়, সেজন্য সব দেশকে সহায়তা দিতে এবং তাদেরকে তথ্যপ্রমাণভিত্তিক সুরক্ষা, চিকিৎসা, পুনর্বাসন এবং পুন:প্রতিষ্ঠায় সহায়তা দিতে প্রস্তুত।’

আরজেড/