রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৯৩ জনকে গ্রেফতার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার (৭ জুন) সকাল থেকে শুরু করে শুক্রবার (৮ জুন) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৮ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২২,৪৪৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৬১ গ্রাম ৮৫৪ পুরিয়া হেরোইন, ২ কেজি ৮৬৫ গ্রাম গাঁজা ও ৪৭টি চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরএম/