র্যাবের ডিসি ড. বেনজীর আহমেদ বলেছেন, মাদক ব্যবসায়ীরা যত শক্তিশালীই হোক, তাদের খুঁজে বের করে পোকামাকড়ের মতো ধ্বংস করা হবে।
মঙ্গলবার দুপুরে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গণে র্যাব-১২ আয়োজিত এক মাদকবিরোধী সাইকেল র্যালি ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের স্থান নেই। তারা জনগণের শত্রু। সর্বশক্তি দিয়ে তাদের মোকাবেলা করতে হবে। এজন্য তরুণ ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, দেশে ৮০ লাখ মাদকসেবী আছে। এরা দেশের উন্নয়নে বড় বাধা। দেশে প্রতিদিন আড়াইশ কোটি টাকা মাদক সেবনে অপচয় হয়।
এ সময় উপস্থিত ছিলেন র্যাবের এডিশনাল ডিজি (অপারেশন) কর্নেল তোফায়েল সরোয়ার, পুলিশের রাজশাহী রেঞ্জের এআইজি একেএম হাফিজ আক্তার, সরকারি আজিজুল হক কলেজের অধক্ষ্য অধ্যাপক শাহজাহান আলী, র্যাব-১২ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম, বগুড়ার ডিসি ফয়েজ আহম্মেদ, এসপি আলী আশরাফ ভূঁঞা প্রমুখ।
আজকের বাজার/এমএইচ