ময়মনসিংহ শহরের আদালত পাড়া থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটক ওই পুলিশ সদস্যের নাম আল আমিন। তিনি ময়মনসিংহ আদালতে কর্মরত আছেন।
শনিবার (৯ জুন) দিবাগত রাতে তাকে আটক করা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজী জানান, নগরীর উত্তরা আবাসিক এলাকা থেকে শুক্রবার দুপুরে মোতালেব নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
ইয়াবা ব্যবসায়ী মোতালেব পুলিশ সদস্য আল আমিনের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করেছেন বলে জানান। বর্তমানে আল আমিন পুলিশ হেফাজতে রয়েছেন।
আজকের বাজার/একেএ