মেক্সিকোর নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশটির পশ্চিমাঞ্চলীয় কুলিয়াকান নগরীতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত মাদক স¤্রাট জোয়াকিন ‘এল চাপো’ গুজমানের এক পুত্রকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে। নিরাপত্তামন্ত্রী আলফোনসো দুরাজো একথা বলেন। খবর এএফপি’র।
এ মাদক স¤্রাটকে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার আগ পর্যন্ত তার নেতৃত্বে পরিচালিত মাদক ব্যবসার আংশিক নিয়ন্ত্রণ করা কুখ্যাত মাকদ চক্রের এ নেতার ছেলেদের মধ্যে অন্যতম একজন হচ্ছে ওভিদিয়ো গুজমান।