নেত্রকোনায় এবার মাদক সেবনের দায়ে দন্ড দেয়া হলো মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালকসহ চার মাদকসেবীকে। সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত তাদের অর্থদন্ড দেন। দ-িতরা হলেন, কাটলী এলাকার ‘পরিবর্তন’ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের স্বঘোষিত চেয়ারম্যান ও জয়নগর এলাকার দুলাল মিয়ার ছেলে মাসুদ ঠাকুর রুবেল (৩৮), আব্দুল গফুরের ছেলে আমিরুল (৩৫), সাতপাই এলাকার নুরুল ইসলামের ছেলে বাপ্পি (৪২), কুড়পাড় এলাকার মিন্টুর ছেলে রতন (৩৫)। গত বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়ের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে তাদের প্রত্যেককে চার হাজার টাকা করে দন্ড দেয়া হয়।
শহরের জয়নগর এলাকায় রুবেলের বাড়িতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বাড়ির একটি পরিত্যক্ত কক্ষ থেকে ইয়াবা ও হেরোইন সেবন অবস্থায় তাদের চারজনকে আটক করা হয়।
আজকের বাজার : সালি / ১৫ নভেম্বর ২০১৭